[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিতখুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতে সিদ্ধান্তে মাটিরাঙ্গায় ক্ষোভখাগড়াছড়ির রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ এর ক্যাম্পেইনমাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধনছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দীঘিনালা কলেজ ছাত্রদলের বিক্ষোভমাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবে

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আসন্ন টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় শিক্ষক, কমিউনিটি লিডার ও ধর্মীয় গুরুরা ব্যাচভিত্তিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। এছাড়াও বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. উৎপল চাকমা, আবাসিক মেডিকেল অফিসার মিল্টন ত্রিপুরা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অংহাপ্রু মারমা ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় মোট ২৮ হাজার ৮০০ শিশু এই টিকা পাবে। প্রথম ১০ দিন বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পে এবং পরবর্তী ৮ দিন টিকাদান কেন্দ্রে কার্যক্রম চলবে।

ডা. শোভন দত্ত বলেন, টাইফয়েড শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ। তাই শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় কর্মসূচি সফল করতে হবে। অংশগ্রহণকারীদের টিকা সংরক্ষণ, প্রদান পদ্ধতি, অনলাইন রেজিস্ট্রেশন ও পার্শ্বপ্রতিক্রিয়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উল্লেখ্য, টিকা গ্রহণের জন্য শিশুদের জন্মনিবন্ধনের ১৭-সংখ্যার নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে। আগামী অক্টোবর থেকে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হবে।