মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবে
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আসন্ন টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় শিক্ষক, কমিউনিটি লিডার ও ধর্মীয় গুরুরা ব্যাচভিত্তিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। এছাড়াও বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. উৎপল চাকমা, আবাসিক মেডিকেল অফিসার মিল্টন ত্রিপুরা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অংহাপ্রু মারমা ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় মোট ২৮ হাজার ৮০০ শিশু এই টিকা পাবে। প্রথম ১০ দিন বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পে এবং পরবর্তী ৮ দিন টিকাদান কেন্দ্রে কার্যক্রম চলবে।
ডা. শোভন দত্ত বলেন, টাইফয়েড শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ। তাই শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় কর্মসূচি সফল করতে হবে। অংশগ্রহণকারীদের টিকা সংরক্ষণ, প্রদান পদ্ধতি, অনলাইন রেজিস্ট্রেশন ও পার্শ্বপ্রতিক্রিয়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য, টিকা গ্রহণের জন্য শিশুদের জন্মনিবন্ধনের ১৭-সংখ্যার নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে। আগামী অক্টোবর থেকে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হবে।