রাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেল ৮ জন। এর মধ্যে রয়েছে ৬ জন পুরুষ এবং ২ জন নারী। রবিবার (৩১ আগস্ট) বিকালে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসেন।
তিনি জানান, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মোট ৫৩৪ জন অংশগ্রহণ করেন। এরমধ্যে শারিরীকভাবে ফিট পেয়েছেন ১৩৪ জন। তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। সেখান থেকে উর্ত্তীণ হয়েছে মাত্র ১৪ জন। এরপর ১৪ জন থেকে ভাইভা পরীক্ষায় নিয়ে মাত্র ৮ জনকে বাচাই করা হয়েছে। এছাড়াও ১৪ জনের মধ্যে বর্তমানে অপেক্ষামান আছে ২ জন।
পুলিশের চাকরি পাওয়া বাঘাইছড়ির ছেলে আরজু হোসেন জানান, আমার বাবা একজন কৃষক। আমাদের পরিবার চলে অভাব অনটনে। এখন আমি কোনো প্রকার ঘুষ ছাড়া পুলিশের চাকরি পেয়েছি। প্রথমত বিশ^াসও করতে পারিনি আমার চাকরি হবে। চাকরি যখন পেয়েছি এখন পরিবারের আর কোনো অভাব অনটন থাকবে না এবং দেশের সেবায় সর্বদা নিয়োজিত থাকবো। তিনি আরো জানান, নিজের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূলায়নের ভিত্তিতে আমাকে নির্বাচিত করেছেন। তাই সকলকে অন্তরের অন্ত:স্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
পুলিশের চাকরি পাওয়া ক্রিয়ামন চাকমা জানান, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি পেয়েছি। কোনো টাকা-পয়সা লাগেনি। আমি খুবই আনন্দিত। সাথে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মহোদয় সহ সকলকে অন্তরের অন্ত:স্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
এ প্রসঙ্গে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চূড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।