খাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা থানা ‘ওপেন হাউজ ডে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩০আগস্ট) সকাল ১১টায় দীঘিনালা থানা চত্বরে দীঘিনালা থানা পুলিশ আয়োজন করে। ওপেন হাউজ ডে’র উপলক্ষে সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, চোরাচালান এবং সন্ত্রাসবিরোধী ও পুলিশের নানান জনমুখি কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া সভায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য পুলিশিংয়ের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করছে এবং জনগণের নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব। আমরা আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন এবং চোরাচালন প্রতিরোধে নিরলসভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন করা এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে, যাতে সবাই স্বস্তি ও নিরাপত্তায় থাকতে পারে।
অন্যদিকে, দীঘিনালা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সোহানুর রহমান ও সাংবাদিক প্রবীর সুমন উপস্থিত থেকে তাদের বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রশংসা করা হলেও তাদের আরও জনবান্ধব হতে হবে। পুলিশকে অবশ্যই জনগণের আস্থা অর্জন করতে হবে, যাতে নিরীহ জনগণ কোনো ধরনের ক্ষতির শিকার না হয়।
খাগড়াছড়ি দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা থানা অফিসান ইনচার্জ মোঃ জাকারিয়া‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসআই রাজিব শেখ, এসআই হারুন অর রশিদ, এসআই আব্দুর রহিম । এতে বক্তরা বলেন, দীঘিনালা থানা এলাকায় মাদক, চোরাচালন, নারী শিশু নির্যাতন, অনৈতিক কর্মকান্ড হলে থানায় জানানো জন্য অনুরোধ করা হয়।