[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

আগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভা

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি।
কাপ্তাইয়ে আগর বাগান আবর্তকাল পূর্ণ হওয়ায় উপকারভোগীদের সাথে বন বিভাগের সভা করা হয়েছে। শনিবার (৩০আগস্ট) বিকাল ৩টায় উপকারভোগী ও পার্বত চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের এর বনফুল রেস্ট হাউজে সভা এবং আগর সুবিধাভোগীর ১১সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো ওমর ফারুক স্বাধীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কাপ্তাই রেঞ্জের কামিল্যাছড়ি বিটে ২০০৭-০৮অর্থ বছরের সৃজিত ৪৫ হেক্টর আগর বাগানের আবর্তকাল পূর্ণ হওয়ায় নিলামের মাধ্যমে বিক্রির উদ্দেশ্য উপকারভোগীরা আলোচনা করে।বন বিভাগ আগর চাষিরদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করে। এবং সকলের মতামতের ভিত্তিতে নিলামের সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই আগর বাগান উপকারভোগী লোকমান আহমেদ, নজরুল ইসলাম, তরিক উল্লাহ, আবুল কালাম,কবির হোসেন। পরে সকল আগর বাগান উপকারভোগীদের মতামতের ভিত্তিতে ১১সদস্য বিশিষ্ট আগামি ২বছরের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি লোকমান আহমেদ, সহসভাপতি আব্দুল আলিম কালাম, জাহাঙ্গীর আলম, সম্পাদক নজরুল ইসলাম, যুগ্নসম্পাদক কবির হোসেন, সহ-যুগ্নসম্পাদ মোঃ ফয়সাল, অর্থ প্রদীপ কান্তি দে,প্রচার তরিক উল্লাহ, এবং সদস্য ডালিয়া আক্তার, সুনিল কান্তি ও আহমদ শরীফ।