রাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় সিগারেট দেশে প্রবেশ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
শুক্রবার (২৯আগষ্ট) দুপুরে সেনাবাহিনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পায়, মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক এলাকায় জেএসএস মুল দলের তিন সদস্য বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট ও মালামাল নিয়ে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি যায়। উক্ত বিষয়টি দুড়ছড়ি সাব জোন ক্যাম্প কমান্ডার অবগত হলে জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি এর নির্দেশনায়, একটি বিশেষ টহল দল নিয়ে দুড়ছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত নয় কিলো নামক স্থানে শুক্রবার রাত ১১টার সময় পৌঁছান এবং চোরাচালানকারী দলকে হাতে নাতে ধরার জন্য দীর্ঘক্ষন অবস্থান করেন। এসময় চোরাচালানে জড়িত সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে গোপনে পালিয়ে যায়। পরবর্তীতে রাতেই উক্ত স্থানে মেজর রিফাত এর নেতৃত্বে আশপাশের এলাকা সম্পূর্ণ তল্লাশি করার সময় নিকটবর্তী জঙ্গল থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটের কার্টন উদ্ধার করে।
উক্ত সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে চোরাকারবারীর দল বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ী জনপদ ব্যবহার করে। এসব চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন বলে জানান বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।