বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছে
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির )-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১লা সেপ্টেম্বর এক বর্ণাঢ্য কর্মসূচি পালনের লক্ষ্যে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুল ইসলাম রনি এর নির্দেশনায় বিএনপির অস্থায়ী কার্যলয়ে ৩০ আগস্ট শনিবার সকাল ১১ টায় এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপি সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রাজু, যুগ্ন আহবায়ক কামাল হোসেন, গাইন্দ্যা ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, ঘিলাছড়ি ইউনিয়নের সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা, আহবায়ক কমিটির সদস্য তৌহিদুল ইসলাম আফ্রিদী, কলেজ ছাত্রদলের সভাপতি নাইম তঞ্চঙ্গ্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও ‘১৯ দফা কর্মসূচি’-এর ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। তিনি বলেন, আমরা আশা করি আগামী দিনগুলোতেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সঠিক রাজনীতির ধারক ও বাহক হয়ে দেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এই ছাত্রদলের প্রস্তুতি সভা থেকে আমরা শপথ নিয়েছি—যে কোনো বাধা-বিপত্তি বা ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখব।
তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। দল ও দলের নেতৃত্বকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এসব অপপ্রচার ও ষড়যন্ত্র বিএনপিকে দুর্বল করতে পারবে না। বিএনপির শেকড় দেশের সাধারণ মানুষের হৃদয়ে প্রোথিত। তিনি দলীয় নেতাকর্মী ও ছাত্রদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সব সময় সচেতন থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সব বাধা অতিক্রম করে শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগী সংগ্রাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করব।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসাস্থল। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপিই এ দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী দিকনির্দেশনায় বাংলাদেশে আমরা আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্টা করবো।