কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে “নবনন্দন সঙ্গীতালয়”-এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে নজরুলসঙ্গীতের মনোজ্ঞ আয়োজন। অনুষ্ঠানে কবির দেশপ্রেম, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রেমের বাণী একে একে পরিবেশিত গান ও সুরের মাধ্যমে ফুটে ওঠে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনন্দন সঙ্গীতালয়ের সভাপতি অনির্বাণ বড়ুয়া। সভাপতির বক্তব্যে তিনি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের দর্শনকে বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নবনন্দন সঙ্গীতালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালক মিলন ধর। তিনি কবি নজরুলের শিল্প, সাহিত্য ও সঙ্গীতের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালযন্ত্র প্রশিক্ষক সুবল বিশ্বাস। তিনি নজরুলসঙ্গীত চর্চায় তাল-লয়ের গুরুত্ব তুলে ধরেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভূপেশ দাশ এবং নবনন্দনের কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে নবনন্দনের শিল্পী-শিক্ষার্থী এবং অতিথি শিল্পীরা একে একে কবির জনপ্রিয় গান পরিবেশন করেন। শ্রোতা-দর্শকদের উচ্ছ্বসিত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।