রাঙ্গামাটির লংগদুতে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন পুকুরে তারুণ্য উৎসবের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান এর সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক ওসমান গনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশীদ, বায়তুশ শরফ মাদ্রাসার ক্রীড়া শিক্ষক নিজাম উদদীন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ।
প্রধান অতিথি জাহাঙ্গীর হোসাইন তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এবং সমাজে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করে। এভাবে তরুণরা আরও উৎসাহিত হবে এবং নিজেদের প্রতিভা বিকাশে সমর্থ হবে।
এসময় উপজেলা ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে তাদের সাঁতারের দক্ষতা প্রদর্শন করে, এবং উৎসবের পরিবেশে নানা আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয়।