দীঘিনালায় শিক্ষকদের সাথে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর মতবিনিময়
॥ দীঘিনালা উপজেরা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার (২৭আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভা সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তনয় তালুকদার। এতে প্রধান অতিথি বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফ উদ্দিন বিপ্লব।
প্রধান অতিথি বলেন, শিক্ষকদের গুরু দায়িত্ব আছে পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্যদিকটা খেয়াল রাখতে হবে। টাইফয়েড ভ্যাকসিন থেকে কোন শিক্ষার্থী যেন বাদ না পড়ে। শতভাগ শিশু টিকা নিবন্ধন করতে আপনারা সহযোগীতা করতে হবে। দীঘিনালা উপজেলায় ৯মাস-১৫বছর সকল শিশুকে টাইফয়েড এর ভ্যাকসিন প্রদান করা হবে।