[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ারবান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর লাশ উদ্ধারখাগড়াছড়ির রামগড়ে মাটি ও বালু উত্তোলনের দয়ে দেড় লক্ষ টাকা জরিমানারাঙ্গামাটির লংগদুতে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণদীঘিনালায় শিক্ষকদের সাথে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর মতবিনিময়কাপ্তাইয়ে প্রাইভেটকার যোগে চোলাইমদ পাচার করতে গিয়ে আটক-৪দীঘিনালায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির জনকল্যাণমুখী সহায়তাবান্দরবানে ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের হত্যা, বৌদ্ধরা কি অসহায় ?পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক কর্মকান্ডে অসহায়রা সেখানেই সুখের খোঁজাখুজি করে
[/vc_column_text][/vc_column][/vc_row]

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া এসব কথা বলেন।

জনগণই সকল ক্ষমতার উৎস মন্তব্য করে তিনি আরো বলেন, আপনারা কোন ধরনের অপরাধ কর্মকান্ডে জড়াবেন না। অপরাধে জড়িয়ে পড়লে বিএনপি বিতর্কিত হবে। তাই ভাগাভাগি ও অপকর্মের চিন্তা বাদ দিয়ে সঠিক পথে ফিরে আসুন, নির্বাচনের জন্য প্রস্তুত হোন। অপকর্ম থেকে বেরিয়ে এসে জনতার কাতারে দাঁড়ান। ব্যক্তিগত মতভেদ নয়, দল ও গণতন্ত্রের স্বার্থেই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যই হবে আমাদের শক্তি।

ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, “বিএনপি গণমানুষের দল। এ দলের শেকড় গ্রাম গঞ্জের মানুষের হৃদয়ে প্রোথিত। তাই নেতা কর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।”

মাটিরাঙ্গা পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা ও আবু তালেব, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, সহ-কোষাধ্যক্ষ জহির আহম্মেদ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, পৌর শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহমান রানা।

এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বিসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনা করেন।