রাঙ্গামাটিতে শিক্ষার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙ্গামাটির সহায়তায় বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৬আগষ্ট) বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভার আয়োজন করা হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এর সভাপতিত্বে ও টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি কুসুম চাকমা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, ইয়েস সদস্য ও নবগঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতেই স্বাগত বক্তব্যে সনাকের শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক অঞ্জুলিকা খীসা বলেন, ২০১০ সালে সনাক গঠিত হওয়ার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে। গত এপ্রিল ২০২২ সাল থেকে চলমান প্রকল্প পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি একাউন্টেবিলিটি (প্যাকটা) এর আওতায় দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলনকে আরো বেগবান করার জন্য বিভিন্ন সেবা প্রতিষ্ঠান ভিত্তিক এসিজি গঠনের মাধ্যমে কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, সনাকের বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন করা হচ্ছে। প্রত্যাশা থাকবে এসিজি সক্রিয় ভুমিকা পালন করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভায় ১৫ সদস্যের এসিজি গ্রুপ গঠন করা হয় এবং গ্রুপের সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে শান্তি বিকাশ চাকমাকে সমন্বয়ক, মানসী চাকমা ও পিপা চাকমাকে সহ-সমন্বয়ক নির্বাচিত করা হয়। নবগঠিত এসিজি সদস্যদের মধ্য থেকে সমন্বয়কারী ও সহ সমন্বয়কারীগণ তাদের অনুভুতি প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি ইতিমধ্যে সনাকের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সাফল্য বর্ণনা করে বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করে আসছি। বর্তমানে চলমান প্রকল্প ‘প্যাকটা’ এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করে কার্যক্রমকে আরো জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ে আজকে নতুন এসিজি গ্রুপ গঠন হলো। তিনি আর ও বলেন, এসিজির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।