বাঘাইহাটে বিজিবি কর্তৃক ‘‘মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
‘‘মৎস সপ্তাহ-২০২৫” উদযাপন’’ এর অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক মৎস পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০২৫ পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার (২৬আগস্ট) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার হাজাছড়ায় রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন জাতের ২০০০ মৎস পোনা অবমুক্ত করা হয়।
মৎস পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০২৫ অনুষ্ঠানে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক, পদাতিক ব্যাটালিয়ন কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখ সহ জুনিয়র কর্মকতা ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক এ কর্মসূচী পালন করায় বেসামরিক পরিমন্ডলে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।