সাজেকের হালিমপুর গ্রামে বিদ্যুৎবঞ্চিতদের সোলার দিলেন মারিশ্যা জোন
॥ ইব্রহীম বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হালিমপুর গ্রামে বিদ্যুৎবঞ্চিত মানুষের জন্য সোলার বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি’র উপস্থিতিতে সাধন চন্দ্র চাকমা (কারবারি) এর কাছে সোলার প্যানেল হস্তান্তর করা হয়।
সোলার প্যানেলের মধ্যে ছিল— ১০০ ওয়াটের একটি প্যানেল, ৬০ এমপিআর ব্যাটারী, তার, কন্ট্রোল বক্স ও কন্ট্রোল ক্যাবল। পাহাড়ি ও দুর্গম এ গ্রামটি বিদ্যুৎ সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকায় স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় জোন কমান্ডার বলেন, জনগণের নিরাপত্তার পাশাপাশি মারিশ্যা জোন বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।