কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলীতে নারী সমাবেশ
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শোষনমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এডিজি), বাল্য বিবাহ ও মানব পাচার বিষয়ে নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা শিক্ষা অফিসার তাজিরুল ইসলাম।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে তথ্য অফিসের অফিস সহকারী শফিউল আজিম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আশরাফ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্যা সালমা আক্তার সহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পেশার নারীরা উপস্থিত ছিলেন।