[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রামগড় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিত সভা অনুষ্ঠিতরাবিপ্রবিতে শিক্ষকদের রিচার্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতমানিকছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দাওয়াতে ইসলামীর স্বাগত জুলুসঅধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতমানিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও জুলাই গ্রাফিতি অনুষ্ঠিতকাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলীতে নারী সমাবেশসাজেকের হালিমপুর গ্রামে বিদ্যুৎবঞ্চিতদের সোলার দিলেন মারিশ্যা জোনরাঙ্গামাটির লংগদুতে শুল্কফাড়িতে চলছে যেন চাঁদাবাজির মহোৎসবপৌর শ্রমিক দলের বিতর্কিত কমিটি অনুমোদন দেয়ায় বাঘাইছড়িতে সংবাদ সম্মেলনবান্দরবানের লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শতক জায়গা বেদখল
[/vc_column_text][/vc_column][/vc_row]

পৌর শ্রমিক দলের বিতর্কিত কমিটি অনুমোদন দেয়ায় বাঘাইছড়িতে সংবাদ সম্মেলন

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌর শ্রমিকদলের নবগঠিত কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে পৌর শ্রমিকদলের সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক প্রার্থী মোঃ মনির হোসেন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় বাঘাইছড়ি প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন পৌর শ্রমিক দলের সভাপতি প্রার্থী মোঃ গোলাম মোস্তফা, বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মনির হোসেন ও পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহীম।

লিখিত বক্তব্যে বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সভাপতি প্রার্থী মোঃ গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ (খাজা), সাংগঠনিক সম্পাদক নুর আলম সহ রাঙ্গামাটি জেলা শ্রমিকদলের সহ সভাপতি মোঃ আতাউর রহমান এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন ও শ্রমিক দলের নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে শ্রমিকদলের বাঘাইছড়ি পৌর কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা উক্ত কমিটিতে সুপারিশ প্রদান করে।

সুপারিশকৃত কমিটির উক্ত তালিকা সভাপতি মোঃ গোলাম মোস্তফা আমি নিজে রাঙ্গামাটি নিয়ে স্ব-শরীরে জেলা শ্রমিকদল সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেই। তার পরবর্তীতে কমিটি অনুমোদনের জন্য আমি রাঙ্গামাটি জেলা সভাপতির সাথে যোগাযোগ করি, তখন সভাপতি সাহেব আমাকে জানান যে, সাধারণ সম্পাদকের বাবা মারা যাওয়ায় এখন অনুমোদন দিতে পারছি না, কয়েকদিন পর আমি বাঘাইছড়ি এসে তদন্ত করে তোমাদের কমিটি অনুমোদন দিব। যার কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। পরবর্তীতে জেলা সভাপতি আমাদের না জানিয়ে একজন বিতর্কিত ও পূর্বে বহিস্কৃত লোক জনাব মোঃ ইউসুফ, কয়েকদিন আগে যার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে এমন একজন লোককে বাঘাইছড়ি পৌর শ্রমিকদলের সভাপতি মনোনীত করে একটি বিতর্কিত কমিটি অনুমোদন দেন। তিনি কিসের স্বার্থে এই কমিটি অনুমোদন দিলো তা আমি অবগত নই। আমি বাঘাইছড়ি পৌর বিএনপিকে বিষয়টি অবগত করি এবং তাদের নির্দেশনায় জেলা বিএনপিকে অবগত করি। এরকম একটি অনৈতিক ও অগ্রহণযোগ্য কমিটি অনুমোদন করার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুষ্ঠ তদন্ত করে উক্ত কমিটি বাতিল করে বাঘাইছড়ি বিএনপির স্বার্থে একটি সর্বমহল গ্রহণযোগ্য কমিটি অনুমোদন দেয়ার দাবী করছি।

বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা বলেন, আমি কাজী মোস্তফা প্রতিষ্ঠাতা সভাপতি বাঘাইছড়ি শ্রমিকদল ও সহ সভাপতি বাঘাইছড়িপৌর বিএনপি। বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশকৃত বাঘাইছড়ি পৌর শ্রমিকদলের একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য রাঙ্গামাটি জেলা শ্রমিকদল বরাবর প্রেরণ করা হয়। কিন্তু জেলা শ্রমিকদল পৌর বিএনপির সুপারিশকৃত কমিটিকে পাশ কাটিয়ে অন্য আরেকটি কমিটি অনুমোদন দেওয়ায় এলাকায় বিতর্কের সৃষ্টি হয়। আমি এই বিতর্কের অবসান চাই।

রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিক দলের সহ সভাপতি মোঃ আতাউর রহমান বলেন, বিগত ১৬/০৭/২০২৫ইং তারিখে পৌর বিএনপির সভাপতি জনাব নিজাম উদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা সহ অন্যান্য নেতৃবৃন্দদের উপস্থিতিতে জনাব মোঃ গোলাম মোস্তফাকে সভাপতি করে বাঘাইছড়ি পৌর শ্রমিকদলের একটি কমিটি গঠন করা হয় এবং কমিটির তালিকা রাঙ্গামাটি জেলা শ্রমিকদলের সভাপতি/সম্পাদক বরাবর প্রেরণ করা হয়। কিন্তু জেলা শ্রমিকদল উক্ত কমিটি অনুমোদন না দিয়ে অন্য একটি কমিটি অনুমোদন দেয়। যাহার কারণে বাঘাইছড়ির সর্বস্তরের বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ পরিলক্ষিত হয়। এমতাবস্থায় উক্ত সমস্যা নিরসনের লক্ষে অনুমোদনকৃত কমিটি বাতিল করে বাঘাইছড়ি পৌর বিএনপির সুপারিশকৃত কমিটি অনুমোদন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে আমি মনে করি।

উল্লেখ্য যে, গত ২২ আগস্ট বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে নিমিত্তে বিভিন্ন নিউজ পোর্টালে নিউজ দেখা গেলেও কোন প্যাড বা অনুমোদন কপি পাওয়া যায়নি বলে জানান গোলাম মোস্তফা।