[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে মৎস্য সংগ্রহ কার্যক্রম এর শুভ উদ্বোধন

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে প্রাকৃতিক উৎস হতে ভোক্তাদের মাঝে সূলভ মূল্যে মাছ সর্বরাহের উদ্দেশ্যে মৎস্য সংগ্রহের কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭আগষ্ট) সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্র পাগলা নারায়ণগঞ্জের ব্যবস্থাপক লেফট্যানেন্ট কমান্ডার বিএন সৈয়দ সোয়েব মাহমুদ।

প্রধান অতিথি বলেন এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস করে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর মাছ সরবরাহ নিশ্চিত করা।

এসময় লংগদু উপজেলা বিএফডিসি কর্মকর্তা মোঃ রুবেল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।