[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
“অভয়শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালি শেষে উপজেলা লেকের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলা হলরুমে উপজেলা মৎস অফিসার মোঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় ও স্বাগত ব্যক্তব্যের মধ্য দিয়ে আলোচনাসভা শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ্, রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, চাষীদের পক্ষে আনিছুর রহমান প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার সফল মৎস্য চাষীদের হাতে বিশেষ সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানের শেষে বিভিন্ন এলাকায় প্রজেক্টরের মাধ্যমে মৎস সেক্টেরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত পাঁচ মিনিটের প্রমাণ্যচিত্র প্রদর্শন পরিবেশন। সারা দেশের মতো রামগড়েও সপ্তাহ ব্যাপী পালিত এ কর্মসূচী।