[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে একই পরিবারের তিনজন আহত

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজন কে রাজস্থলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬আগস্ট) রাত আট টায় বজ্রপাতের সময় ওই তিনজন বাড়ীর মধ্যে কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। আহতদের অবস্থা বেগতিক হওয়ায় তাদের রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মিনা তঞ্চঙ্গ্যা (২৫), ছোট শিশু লাবণ্য তঞ্চঙ্গ্যা (৫) এবং মঞ্জিতা তঞ্চঙ্গ্যা (১৪) তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের চিকিৎসক জানান।