মাটিরাঙ্গায় খলিল আইটি স্কলারশিপ প্রোগ্রামের উদ্বোধন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো খলিল আইটি স্কলারশিপ প্রোগ্রাম। তথ্যপ্রযুক্তি খাতে তরুণ-তরুণীদের দক্ষতা বাড়াতে এবং উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন খলিল আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল। রবিবার (১৭আগষ্ট) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠান টি উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন খলিল আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, আদর্শ স্বপ্ন ছোঁয়ার যুব সংঘের সভাপতি আব্দুল মালেক, মাটিরাঙ্গা উপজেলার আস্থা ব্লাড ডোনার্স ফোরাম (এবিডিএফ)-এর মোঃ শাকিব এবং যুব রেড ক্রিসেন্টের মাটিরাঙ্গা ইউনিটের হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম খলিল বলেন, এটি মাটিরাঙ্গার তথা খাগড়াছড়ির তরুণ-তরুণীদের জন্য আইটি স্কিল ডেভেলপমেন্টে এক অসাধারণ সুযোগ তৈরি করবে। মাটিরাঙ্গা উপজেলায় আমার জন্ম। এখানকার মাটি, পানি ও বাতাসের সাথে আমার অনেক দায়বদ্ধতা জড়িয়ে আছে। তাই খলিল আইটির স্কলারশিপ প্রোগ্রাম মাটিরাঙ্গা ব্রাঞ্চ থেকেই শুরু করলাম। তিনি আরও জানান, এই প্রোগ্রামের মাধ্যমে একঝাঁক তরুণ-তরুণী সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার অ্যাডভান্সড ও এআই লার্নিং স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।