চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার-৩
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত ৩যুবকে গ্রেপ্তার করেছেপুলিশ। রবিবার (১৭আগস্ট) রাতে কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ কায় কিসলু (ওসি) জানান, কাপ্তাই থানা পুলিশ সদস্যরা চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য গত শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০/২৫জন উশৃংখল যুবক লাঠিসোঁটা নিয়ে এসে হাসপাতালের গাড়ি ও ফার্মেসী ভাংচুরসহ হাসপাতালের ৪জন নিরাপত্তা কর্মীকে মারধর করে আহত করা হয়। উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা করা হয়েছিল।