কাপ্তাইয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বিভিন্ন আয়োজনে রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। সোমবার (১৮আগস্ট)সকাল ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়।
কাপ্তাই মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন, মৎস্য চাষী অজিত কারবারি এবং মোঃ ইউনুছ।
মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত, র্যালী, আলোচনা সভা ও সফল ৩ জন মৎস্যচাষীদের মাঝে প্রত্যেকজনকে ১ টি করে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ ১ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।