রামগড়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত
॥ রামগড় উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে ধর্মীয় নানান অনুষ্ঠান মালার আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫১ তম শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
শনিবার (১৬আগস্ট) সকাল সাড়ে ৮টায় রামগড় উপজেলার প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে মন্দির পরিচালনা পর্ষদ ও সনাতনী ভক্তবৃন্দ সহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মঙ্গল শোভা যাত্রা আয়োজন করা হয়।
শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির কমিটির সার্বিক আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহন করেন উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াসসহ বিভিন্ন এলাকার মন্দির কমিটির সনাতনী ভক্ত বৃন্দ।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের জন্মস্থান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে পালন করা হয়। শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের কল্যাণ প্রতিষ্ঠার জন্য মানব সমাজে অবতীর্ণ হন।