[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেকা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদাররাজস্থলীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালনবিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই: জাবেদ রেজাজাতীয়তাবাদী দলে দালাল, ভুঁইফোড় কিংবা সুবিধাবাদী দোসরদের ঠাঁই দেয়া যাবে নাশান্তি ও উন্নয়নে রাজস্থলীকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে:ক্যাম্প কমান্ডাররাঙ্গামাটি ২৯৯ আসন তারেক জিয়াকে উপহার দেবে জেলা বিএনপি: দীপন তালুকদারকাপ্তাই হ্রদের পানিতে তিন তরুণের স্বপ্নের ১৫ লক্ষ টাকার মাশরুমরাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবেটাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে বাঘাইছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই: জাবেদ রেজা

‎‎॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম ॥‎
‎সম্প্রীতির জেলা বান্দরবান এই অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠী এবং তাদের ঐতিহ্য-সংস্কৃতি কৃষ্টি-ভাষাগুলো বাংলাদেশের সম্পদ। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের কোনো ঠাঁই বিএনপিতে হবেনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ই আগস্ট) আলীকদম উপজেলায় দলটির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপি’র সদস্যসচিব ও সাবেক পৌর মেয়র মোঃ জাবেদ রেজা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মোঃ জাবেদ রেজা বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কোনো সুযোগ নেই। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টিকারীদেরও কোন ঠাঁই বিএনপিতে হবে না বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেয়া হবেনা।

‎বিএনপির নেতাকর্মীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে জাবেদ রেজা বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি সম্প্রীতিতে বিশ্বাস করে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নতুন সদস্য এবং সদস্য নবায়ন, এটি সঠিকভাবে করবেন। এতে দল সঠিকভাবে চলবে। তবে সুযোগসন্ধানী ফ্যাসিস্টদের সুযোগ দেয়া যাবেনা।

‎এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাশুক আহমেদ, বিএনপিনেতা সেলিম রেজা, আইয়ুব খান, আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হামিদ, মোঃ মনসুর আলম, জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

‎এদিকে দলীয় কর্মসূচিতে যোগদিতে ৪টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে জড়ো হয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। ‎পরে জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজার নেতৃত্বে ব্যানার, প্লেকার্ড নিয়ে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে আলীকদম বাজারে গিয়ে শেষ হয়।