রাঙ্গামাটি ২৯৯ আসন তারেক জিয়াকে উপহার দেবে জেলা বিএনপি: দীপন তালুকদার
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতয়িতাবাদি দল (বিএনপি) রাঙ্গামাটি জেলা সভাপতি দীপন তালুকদার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ সংসদীয় আসন দেশ নায়ক তারেক জিয়াকে উপহার দেবে রাঙ্গামাটি জেলা বিএনপি। বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলাকে একটি মডেল হিসেবে তৈরি করা হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৪টা কাপ্তাই বিএফআইডিসি ক্লাব মাঠে বিএনপির নতুন সদস্য অন্তর্ভুক্ত ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে কাপ্তাইয়ে বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দলকে গতিশীল করার লক্ষ্যে ৪নং কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ।
এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সায়েরা চন্দ্রা চাকমা, কাপ্তাই উপজেলার বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ রতন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বেলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, কৃষক দলের সভাপতি ইকবাল হাসান মাসুদ সহ অংগসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
প্রধান অতিথি দীপেন তালুকদার দিপু আরো বলেন, কাপ্তাইকে মৌজা হিসাবে গুরুত্বপূর্ণ ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। আ’লীগ উন্নয়ন না করে পকেটের উন্নয়ন করেছে। আমার রাঙ্গামাটি জেলাকে মডেল জেলায় রূপান্তর করব। আগামী নির্বাচনে যাহাতে বিজয় অর্জন করতে পারি তাই সকল নেতা কর্মীকে একযোগে কাজ করার আহবান জানান।