[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই হ্রদের পানিতে তিন তরুণের স্বপ্নের ১৫ লক্ষ টাকার মাশরুমরাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবেটাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে বাঘাইছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিতবাঘাইহাট জোনের উদ্যোগে হতদরিদ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণলংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাথানচিতে জেন্ডার সমতায় সাফল্যের কাজ করে যাচ্ছে বিএনকেএসরাঙ্গামাটির রাজস্থলীতে ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কারবান্দরবানের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচীর সভাবান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসননির্যাতিত নারী ও শিশুর পাশে আছে পুলিশ: বান্দরবান পুলিশ সুপার
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবে

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, পৌরসভাকে হতে হবে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক। আমরা জনগণের প্রত্যাশা পুরণে বদ্ধ পরিকর। আপনাদের সকলের সহযোগিতায় উত্থাপিত ইস্যুসমূহ নিয়ে সঠিক পরিকল্পনায় কার্যক্রম পরিচালনা করলে একটি জনবান্ধব পৌরসভায় পরিণত হবে বলে আমার বিশ্বাস।

পৌরসভা হলরুমে বৃহস্পতিবার (১৪আগস্ট) সাড়ে তিন ঘন্টাব্যাপী পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগীতায় পৌরসভা কর্তৃক আয়োজিত সেবাগ্রহীতাদের সাথে পৌরসভা কেন্দ্রিক পৌরবাসীর ভাবনা, প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিভিন্ন পর্যটন স্পটে যত্রতত্র প্লাস্টিক বোতল, ট্যুরিস্ট বোটে ডাস্টবিন না থাকা, রাস্তায় গবাদিপশুর বিচরণ, ফুটফাট দখল ইত্যাদি দুঃখজনক। তিনি পৌরসভা কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত ও কার্যকরী পদক্ষেপের মাধ্যমে নাগরিক প্রত্যাশা পুরণের অনুরোধ করেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা পরিবেশ রক্ষায় অত্যন্ত সোচ্চার উল্লেখ করে তিনি সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ের মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ভেদভেদীর মুখে খোলা ডাম্পিং জোন নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে সকলকে আশ^স্ত করেন। শহর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, তিনি সাম্প্রতিক সময়ে পৌরসভার বিভিন্ন কার্যক্রম প্রশংসা বিশেষ করে পৌরসভার কম্পাউন্ড যেটা একসময় অপরিচ্ছন্ন ছিল সেটার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, মশক নিধন, সচেনতামূলক লিফলেট বিতরণ চোখে পড়েছে তদুপরি জনআকাংখা পুরণে পৌরসভা থেকে প্রত্যাশা বিশেষ করে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটকদের সচেতনতায় বিলবোর্ড স্থাপন, ফুটফাত দখল মুক্ত, ওপেন ডাম্পিং ও কাপ্তাই লেকের দুষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরী।

জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ মনছরুল হক বলেন, জনবান্ধব ও জবাবদিহিমূলক পৌরসভা গঠনে বৈষম্যমুক্ত, দল মত নির্বিশেষে আমাদের সবার সহায়তা প্রদান করতে হবে। তিনি সকল স্টেকহোল্ডারদের সম্বয়য়ের মাধ্যমে পৌরসভাকেন্দ্রিক মাস্টার প্লান করা, যৌক্তিক গৃহকর নির্ধারণ এবং আদায় সম্পন্ন করা, নাগরিক ও জন্মসনদ প্রাপ্তী সহজতর করার আহবান জানান। তিনি পৌরসভাকে ১৫ টি ওয়ার্ডে উন্নীত করারও প্রস্তাব পেশ করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, আগে নিজেকে ও নিজের ঘরকে পরিচ্ছন্ন রাখতে হবে তারপর শহর পরিচ্ছন্ন থাকবে। বাইরের এলাকা থেকে পর্যটক শহরে প্রবেশ করে ওপেন ডাম্পিং এর দুর্গন্ধময় বাজে একটা অভিজ্ঞতা নিয়ে এটা আমাদের জন্য সুখখর নয়। তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন এলাকায় ফুটফাত দখল করে ব্যবসা বানিজ্য করছে যেটি জনগণের প্রত্যাশা অনুসারে সেগুলো দখলমুক্ত করতে হবে। তিনি পৌরসভাকে ফিশারীবাঁধ এলাকাটি কালারফুল করার আহ্বান জানান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন-পিপিএম বলেন, এই এলাকার বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা, এখানকার পরিবেশ উপযোগী বাগান সৃজন এবং কাপ্তাই লেককে দুষণমুক্ত রেখে এটি নিয়ে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারলে পর্যটন কেন্দ্রিক অর্থনীতি সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে উন্মুক্ত আলোচনায় সেবাগ্রহীতারা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন যেমন-জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ ভুল করা, নিয়মিত ময়লা অপসারণ না করা, পাবলিক টয়লেট নির্মাণ করা, অবৈধ স্থাপনা দখলমুক্ত করা, সড়ক বাতি দেয়া, কমিউনিটি সেন্টার তৈরি করা, প্লাস্টিক এর বদলে পৌরসভা কনফারেন্স টেবিলে কাচেঁর বোতল ব্যবহার করা, যৌক্তিক কর আরোপ ও যথাযথ আদায় করা, গবাদিপশু বিচরণ, বেওয়ারিশ কুকুর, ভাসমান মানসিক প্রতিবন্ধি (বিশেষ করে নারী মানসিক প্রতিবন্ধি), বিভিন্ন স্থানে সড়ক মেরামত করা, এলাকায় সচেতনতামূলক সেশন পরিচালনা করা, ছাউনীযুক্ত ডাস্টবিন স্থাপন করা, পৌর মার্কেট সংস্কার করা, মাদক নিয়ন্ত্রণে কাজ করা, বাল্যবিবাহ রোধে পৌরসভা থেকে বয়স বেশী দেখিয়ে জন্মনিবন্ধন করানো বন্ধ করা, মশক নিধন নিয়মিত পরিচালনা করা, পর্যটকদের সচেতনতার জন্য কিছু বিলবোর্ড স্থাপন করা, মোবাইল কোর্ট পরিচালনা করা, অবৈধ সিএনজি স্টেশন মুক্ত করা, শহরে টাউন বাস সার্ভিস চালু করা, বনরূপাস্থ কবরস্থানের পাশের ডাস্টবিন অপসারণ করা, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করা, স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ে সেশন পরিচালনা করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

২য় অধিবেশনের সভাপতি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার বলেন, প্রস্তাবিত ইস্যুগুলোর আলোকে সকল স্টেকহোল্ডারদের সাথে নিয়ে সমন্বয় সাধনের মাধ্যমে সমাধান করা হলে নাগরিকের প্রত্যাশা পুরণ হবে। তিনি আয়োজনে সহযোগী হিসেবে সনাক টিআইবিকে এবং অনুষ্ঠানে উপস্থিত ও মতামত প্রদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি-