[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসননির্যাতিত নারী ও শিশুর পাশে আছে পুলিশ: বান্দরবান পুলিশ সুপারখাগড়াছড়ির রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিতখাগড়াছড়ির চেঙ্গী নদীতে সেতুর অভাবে চরম দুর্ভোগে ১২ গ্রামের মানুষভালনারেবল উইমেন বেনিফিট এর অপেক্ষমান থেকে উপকারভোগী নির্বাচন করা হবেরাঙ্গামাটির আইনকন ঝুলন্ত সেতু ১৫ দিন ধরে ডুবে থাকায় হতাশ পর্যটকরারাঙ্গামাটিতে যুব কাফেলার উদ্যোগে রিজার্ভ বাজারে সড়ক সংস্কারখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিতরামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ারযুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: কাজল তালুকদার
[/vc_column_text][/vc_column][/vc_row]

ভালনারেবল উইমেন বেনিফিট এর অপেক্ষমান থেকে উপকারভোগী নির্বাচন করা হবে

॥ পাহাড়ের সময় ॥
রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসা বলেছেন, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৫-২৬ চক্রে সনাক টিআইবি’র মাধ্যমে চিহ্নিত অযোগ্য উপকারভোগেীদের স্থলে অপেক্ষমান তালিকা থেকে নতুন যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে ১৩ আগস্ট সকালে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এর সভাপতিত্তে অনুষ্ঠিত মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের সাথে সনাকের অ্যাডভোকেসি সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র আইডি নম্বর ও স্মার্ট কার্ড আইডি নম্বর ভিন্ন হওয়ায় এবং পিতা/ অভিভাবকের নাম ভিন্ন ভিন্ন ব্যবহার করায় অনেক সময় অযোগ্য উপকাভোগীদের চিহ্নিত করা সম্ভব হয়না। সনাক-টিআইবি’র মাধ্যমে চিহ্নিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, বিগত চক্রগুলোতে ভিজিডি/ভিডব্লিউবি কর্মসূচি পরিবীক্ষণের ধারাবাহিকতায় টিআইবি’র চলমান প্যাকটা প্রকল্পের আওতায় ২০২৫-২৬ চক্রেও টিআইবি’র উদ্যোগে দেশের ৪৫টি সনাক কর্ম এলাকার অংশ হিসেবে রাঙ্গামাটি সদর উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে- ভিডব্লিউবি কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা; সংশ্লিষ্ট নীতিমালার আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভিডব্লিউবি’র প্রকৃত উপকারভোগী নির্বাচনে সহায়তা করা। তিনি আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২২/১০/২০২৪ প্রকাশিত পরিপত্রের আলোকে ভিডব্লিউবি প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলীর মধ্য থেকে দুইটি শর্তের কার্যকরতা পরিবীক্ষণ করা হয়। ভিডব্লিউবি’র ২০২৫-২৬ চক্রে তালিকাভুক্তিদের মধ্যে বিগত দুইটি চক্রে ভিডব্লিউবি’র কোনো উপকারভোগী একই সুবিধা পেয়েছে কি না এবং ভিডব্লিউবি’র ২০২৫-২৬ চক্রে তালিকাভুক্তিদের কেউ সরকার প্রদত্ত সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতা প্রাপ্ত কি না সেটি যাচাই করা। তিনি জানান, যাচাই-বাছাই শেষে ইয়েস সদস্যরা দেখে যে, কিছু উপকারভোগীর ক্ষেত্রে পরিপত্রের ২.৪(৩) উপ ধারা লঙ্ঘন হযেছে। উপকারভোগীরা বিগত ২০২১-২০২২ চক্রে ভিজিডি উপকারভোগী ছিলেন। তখন উপকারভোগীরা ১৭ ডিজিটের জাতীয় পরিচয় পত্র আইডি/পিন নম্বর ব্যবহার করেছেন কিন্তু ২০২৫-২০২৬ চক্রে স্মার্ট কার্ড আইডি নম্বর ব্যবহার করেছেন। তিনি জানান, রাঙ্গামাটি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় স্মারক নং (নথি-১৭.০৩.৮৪৮৭.০০০.০০২.২৫-৩২৯) এর মাধ্যমে সঠিকতা যাচাই করা হয়েছে। তিনি যথাযথ প্রক্রিয়াই অযোগ্য উপকারভোগীদের বাদ দিয়ে অপেক্ষমান তালিকা থেকে যোগ্য উপকারভোগী তালিকায় অন্তর্ভূক্তির আহ্বান জানান। সভায় সনাক সদস্য রনজিৎ নাথ ও অঞ্জুলিকা খীসা বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি-