বান্দরবানের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচীর সভা
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) বেসরকারি সংস্থার উদ্যোগের মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায়, অ্যাম্বেসি অব সুইডেন অর্থায়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী- সিআরইএ প্রকল্পের সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩আগষ্ট) দুপুর ১২.ঘটিকায় রোয়াংছড়ি উপজেলা মিলনায়তনে সিআরইএ প্রকল্পের পিসি মংবাথুই মারমা সঞ্চালনায় ক্রিয়া প্রকল্পের পিসি অম্লান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেহেদী হাসান কাউছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাহুল আমিন দেওয়ান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পুলুমা মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ডা: এস.এম তানভির ইসলাম, ফায়ার সার্ভিস লিডার আরিফ ময়ন উদ্দিনসহ প্রমুখ।
এসময়ে প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার মেহেদী হাসান কাউছার বলেন, নারীর ক্ষমতায়নের জন্য রোয়াংছড়ি বাজারে নিদির্ষ্ট স্থানের একটি কমিউনিটি কক্ষ ভিত্তিস্থাপন তৈরি করে প্রান্তিক এলাকা থেকে বাজারে আসা নারীরা যেনো সেবা পায় এবং সেখান থেকে নারীরা নিজের অধিকার সংরক্ষণের শিখতে পারে এমন কিছু বিল বোর্ড তৈরি করে রাখতে হবে।