টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে বাঘাইছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিত
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, ডেন্টাল সার্জন আব্দুল আহাদ আবেদ, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণ।
সভায় ডাঃ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, প্রথমবারের মতো সরকারিভাবে সারাদেশে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, টিকা কার্যক্রম শুরু ১ সেপ্টেম্বর হতে, নিবন্ধন শুরু হয়েছে গত ১ আগস্ট থেকে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে৷ ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেয়া হবে। টিকা পেতে যঃঃঢ়ং://াধীবঢ়র.মড়া.নফ/ৎবমরংঃৎধঃরড়হ/ঃপা–এ নিবন্ধন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর। প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুল ক্যাম্পেইন শেষ হলে আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। ক্যাম্পেইনে ১৮৬ টি স্কুলে ও পৌরসভা এবং ইউনিয়নের ইপিআই সেন্টারসমুহে প্রায় ২৫ হাজারের অধিক শিশুকে এই টিকা প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনটি শতভাগ সফলতার জন্য তিনি সকল স্টেকহোল্ডারদের সহযোগীতা কামনা করেন।
অতিথিরা তাদের বক্তব্যে যার যার অবস্থান থেকে টাইফয়েড টিকা ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন, প্রথম বারের মত এই উদ্যোগের জন্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।