[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় র‌্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সনদপত্র এবং যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠের আয়োজন করেন সভার সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, থানা প্রতিনিধি এসআই রফিকুল ইসলাম, নবান্ন ক্রীড়া কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান, স্বপ্ন ছোঁয়া সমিতির সভাপতি আব্দুল মালেক এবং যুব রেড ক্রিসেন্টের পক্ষে জাহানারা আক্তার। অনুষ্ঠানে মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি এনামুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন যুব ক্লাবের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পোল্ট্রি প্রকল্পে সফল উদ্যোক্তা আদনান কায়ছার সাইফুলকে ৭৫ হাজার টাকা, মাছ চাষ প্রকল্পে জেসমিন আক্তারকে ১ লাখ টাকা এবং হাঁস-মুরগি, মৎস্য ও গবাদি পশুপালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন যুবকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, টেকসই গ্রামীণ অর্থনীতি ও আত্মনির্ভরশীলতার লক্ষ্যে প্রতিটি গ্রামে যুব ক্লাব গঠন করতে হবে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এর আগে র‌্যালি শেষে উপজেলা প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা।