[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পৌর কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে (১১আগস্ট) পৌরসভা সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙ্গামাটি কর্তৃক আয়োজিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা প্রশাসন, রাঙ্গামাটি মোঃ মোবারক হেসেন।

সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এর সভাপতিত্বে এসিজি’র সদস্য সাইমুন ইসলাম এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ও পরিবেশ বিষয়ক উপ কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী। তিনি প্রকল্পের বিভিন্ন খাত যেমন-শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশ ইত্যাদি খাত সম্পর্কে সভাকে অবহিত করেন এবং পরিবেশের ক্ষেত্রে বিশেষ করে বর্জ্য ব্যবস্থা বিষয়ে এসিজি এবং সনাকের বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন। তিনি বলেন, প্রকল্পের লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য দুর্নীতি হ্রাস এবং সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার বৃদ্ধি।

সভায় এরিয়া টিআইবি’র কো-অর্ডিনেটর বেনজিন চাকমা এজেন্ডাসমূহ পর্যায়ক্রমে আলোচনা করেন। পচনশীল ও অপচনশীল ময়লা আবর্জনা আলাদা আলাদা করে ধ্বংস করা, নিয়মিত সকল অলিগলিতে ময়লা অপসারণ করা, রাস্তায় গবাদিপশু না চড়ানোর জন্য নিয়মিত অভিযান অব্যাহত রাখা, লেকের দুষণরোধ করার জন্য বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতি/ বোট মালিক সমিতিকে সচেতন করা, অধিকাংশ সুয়ারেজ লাইন কাপ্তাই লেকের সাথে যুক্ত কাজেই বাড়ির নকশা অনুমোদনে এ বিষয় খেলায় রাখা, ওপেন ডাম্পিং এর দুর্গন্ধ রোধ করার জন্য বাউন্ডারী ওয়াল তৈরি করা ও নিয়মিত ওষুধ ছিটানো, পাবলিক টয়লেট নির্মাণ, সবুজায়ন এর জন্য পদক্ষেপ নেওয়া, ডেঙ্গু/ ম্যালেরিয়া/ চিকনগুনিয়া প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা, হালনাগাদ সিটিজেন চার্টার স্থাপন করা, প্রতিদিন রাঙ্গামাটিতে শত শত পর্যটক প্রবেশ করছে এবং বেশকিছু পর্যটক নানাবিধ প্লাস্টিক জাতীয় জিনিস-পানির বোতল, চিপসের প্যাকেট ইত্যাদি যত্রতত্র ফেলছে তাদেরকে সচেতন করার জন্য দৃশ্যমান স্থানে কিছু সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পৌরসভার সেবার মান উন্নয়নে বর্তমানে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ চলমান আছে। পৌরসভা পৌর নাগরিকের সেবা প্রদানে বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, পৌরসভার বকেয়া বিল পরিশোধ, ফুটফাট দখল না করা, গবাদিপশু না চড়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির ক্ষেত্রে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হলে পৌরসভার সেবার মান উন্নয়ন ও বর্জ্য অ-ব্যবস্থাপনার অনেকাংশে সমাধান হয়ে যাবে। তিনি বর্জ্যব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন ও অনিয়ম রোধে এ সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা করার জন্য টিআইবি-সনাককে ধন্যবাদ প্রদান করেন্। সভায় উত্থাপিত সকল বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ^স্ত করেন তিনি। এছাড়া সভায় শহর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা, কনজারভেন্সি ইন্সপেক্টর দোলন বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র, সনাক সদস্য নিরূপা দেওয়ান, এসিজি (পরিবেশ) সমন্বয়কারী বাবুল মারমা বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, সনাক অনিয়ন/দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করে। কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভা প্রাপ্ত ইস্যু এর সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সঠিক বর্জ্যব্যবস্থাপনার মাধ্যমে সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করি। প্রেস বিজ্ঞপ্তি-