[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর জন্য জেলা প্রশাসকের ডিও লেটার প্রদান

॥ মনু মারমা ॥
কৃতি শিক্ষার্থীদের মাঝে রাঙ্গামাটি জেলা প্রশাসক ডিও লেটার (ব্যক্তিগত যোগযাযোগের জন্য) প্রদান করেছেন। ২০২৫ সালে এসএসসি, ভোকেশনাল, দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে এ ডিও লেটার নিজ হাতে প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

সোমবার (১১আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিও লেটার প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। অনুষ্ঠানে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমা, জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সরিৎ কুমার চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে এই ডিও লেটার তোমাদেও মেধা, অধ্যাবসায়, পরিশ্রম স্বপ্নের স্বীকৃতি। যা তোমরা ভবিষ্যত জীবনে চলার অনুপ্রেরণা। তোমরা নিজেরা আলোকিত হবে দেশেকেও আলোকিত করবে। জীবনে লক্ষ্য অর্জন করতে হলে সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।

এবছর ২০২৫ সালে রাঙ্গামাটি জেলায় এসএসসি পরীক্ষায় ৭,৭৩৭ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ভোকেশনাল পরীক্ষায় ৮০৭ জন, দাখিল পরীক্ষায় ৫৬৬ জন শিক্ষার্থী রয়েছে। জেলায় জিপিএ ৫ পেয়েছে ২২৭ জন। সদর উপজেলায় ১৩০ জন। আজকের অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলার জিপিএ ৫ প্রাপ্ত ১৩০ জন শিক্ষার্থীকে ডিও লেটার প্রদান করা হয়। এর ফলে এসব শিক্ষার্থীরা কোন সুযোগ সুবিধার জন্য জেলা প্রশাসনের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে শিক্ষারীরাও খুশি।