পার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্টি বৌদ্ধ ক্ষুদ্র জাতি হলেও অন্যান্য সকল ক্ষুদ্র জাতি গোষ্টি সরকারের সুযোগ সুবিধা পেলেও এ ক্ষুদ্র জাতি গোষ্টি এসব সুযোগ-সবিধা থেকে একেবারেই বঞ্চিত রয়েছে। এ বঞ্চিতের সময় সুধু দীর্ঘই নয় বরং স্বাধীনতার পর থেকেই বড়ুয়া জনগোষ্টি অবহেলা ও বিতারণের স্বীকার হয়ে এসেছে। সোমবার (১১আগষ্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর পৌর কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় নেতৃবৃন্দরা এসব কথা বলেন।
সোমবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সহ সভাপতি নয়ন বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক তপু বড়ুয়া, অর্থ যুব বিষয়ক সম্পাদক তেমিয় বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবদত্ত মুৎসুদ্দী, দপ্তর সম্পাদক রুবেল বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আরো বলেন, আমরা আর কতো বঞ্চিত থাকবো। আমাদের সন্তান সন্তুতিরা নিজস্ব মেধা, প্রজ্ঞা আর বিনয়কে সামনে রেখেই নিজের মতো করে সরকারি বেসরকারি চাকুরিতে জায়গা করে নিয়েছে। সার্বিক দিক চিন্তা করতে গেলে এখানে আমরা সবসময়ই বঞ্চিত থেকেছি। তাই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সরকারের উচ্চ পর্যায়ের কাছে আমাদের নিবেদন যে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র বড়ুয়া জাতি গোষ্টিরও যে অধিকার রয়েছে সে সম্মানটুকু যেন আমাদের দেয়া হয।
পরে সর্বসম্মতি ক্রমে ১৩ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি পৌর কমিটি গঠন করা হয়। এতে সভাপতি উদয়ন বড়ুয়া, সহ সভাপতি সনেট চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রবেট বড়ুয়া, অর্থ সম্পাদক সুমন বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক সম্রাট বড়ুয়া, ক্রীড়া বিষযক সম্পাদক পিন্টু বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক ক্যামি বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিকি বড়ুয়া, নির্বাহী সদস্য সজল বড়ুয়া,দুকুল বড়ুয়া (দুলু), জুয়েল বড়ুয়া, সোহেল বড়ুয়া ও জয়া বড়ুয়া। উক্ত কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়।