খাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় মেরুং ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দীঘিনালা ইয়ুথ গ্রুপ এ কর্মসূচি আয়োজন তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পের আওতায় এ অধিপরামর্শ সভায় সভাপতিত্ব করেন, আস্থা প্রকল্পের ফিল্ড এ্যাসোসিয়েট পপেন ত্রিপুরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেরুং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনা চাকমা। ইয়ুথ গ্রুপের সদস্য মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় সভায় চলতি পরিষদের সদস্য বর্গ ও ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
অধিপরামর্শ সভার প্রশ্নোত্তর পর্বে ইয়ুথ গ্রুপের সদস্যরা জানতে চেয়েছেন যে, ইতোপূর্বে দূর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পরিষদ কী কী উদ্যোগ নিয়েছিলেন, ইউনিয়ন পরিষদের বাৎসরিক বাজেটে দূর্যোগ মোকাবিলার জন্য খাত রাখা হয় কি না, বা আগামীতে কী ধরণের পরিকল্পনা রয়েছে ইত্যাদি।
প্রশ্নের উত্তরে উপস্থিত চেয়ারম্যান ও সদস্যরা জানান, দূর্যোগ মোকাবিলার জন্য ১৫ সদস্য বিশিষ্ট তাদের একটি কমিটি রয়েছে এবং দূর্যোগকালীন তারা জরুরী ভিত্তিতে খাদ্যশষ্য বিতরণ করে থাকেন। পরে, ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয় যে, আগামী অর্থ বৎসরে ইউনিয়ন পরিষদের বাজেটে যেন দূর্যোগ মোকাবিলার একটি খাত রাখা হয় যাতে করে, দূর্যোগ মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসেবে পর্যাপ্ত রাবারের নৌকাসহ অন্যান্য সরঞ্জাম ও দূর্যোগকালীন পর্যাপ্ত খাদ্যশষ্য ও শুকনো খাবার বিতরণ করা যায়।