কাপ্তাই বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাস্থ চিৎমরম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে আ’লীগ যুবলীগ কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১আগস্ট) ৩নং চিৎমরম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে চিৎমরম বাজারে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিৎমরম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উথোয়াই মং মার্মার সঞ্চালনায় এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমত উল্ল্যাহ। প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সেচ্ছেসেবক দলের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক মোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, চিৎমরম ইউনিয়ন যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর সহ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আ’লীগ যুবলীগ নিষিদ্ধকৃত দলের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনে শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহবান জানান হয়।