কাপ্তাই উপজেলায় ১ থেকে ৩০ সেপ্টেম্বর টাইফয়েড টিকা দেয়া হবে
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন ও রেজিষ্ট্রেশন পদ্ধতি বিষয়ে এ সভা করা হয়েছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুইহলা অং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুইহলা অং মারমার জানান, ১ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ৭৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে কমিউনিটিতে ৯মাস বয়স থেকে ১৫বছরের কম বয়সের সকল শিশু, স্কুলে শিশু শ্রেণী থেকে ৯ম শ্রেণী পযন্ত সকল শিশু এই টিকা নিতে পাড়বে। টিকাদান ৮২টি কেন্দ্র হবে প্রাইমারি স্কুল, হাই স্কুল ও মাদরাসা, কমিউনটিতে ১২০টি ইপিআই কেন্দ্র ও স্থানী কেন্দ্র একটি হবে। স্কুলে ১ সেপ্টেম্বর হতে ১৫ সেপ্টেম্বর (১০দিন), কমিউনিটিতে ১৬ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর ৮দিন এ টিকা দেয়া হবে।
এর আগে রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড করে নিতে হবে। এছাড়া নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রম অব্যাহত ভাবে চলমান থাকবে বলে সভায় জানানো হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রধানগণও উপস্থিত ছিলেন।