সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার দাবিতে বাঘাইছড়ি মানবন্ধন
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
সারাদেশে সাংবাদিকদের নিপিড়ন, নির্যাতন, হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ সহ হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার সহ দ্রুত বিচারের দাবীতে রাঙ্গামাটির বাঘাইছড়ি প্রেসক্লাব সহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসুচী পালন করছে।
শনিবার (৯আগস্ট) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজনে বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, সদস্য মোঃ ইমরান হোসেন জুমান প্রমুখ।
প্রেসক্লাবের সদস্য মোঃ মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ৭১ টিভি বাঘাইছড়ি প্রতিনিধি ওমর ফারুক সুমন, দেশ বার্তা প্রতিনিধি মোঃ হাসান আলী। সহ আরো উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: আনোয়ার হোসেন, দৈনিক বায়জিদ প্রতিনিধি আসিফ ইসলাম প্রমুখ
এসময় বক্তারা বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এই হত্যকান্ডে জড়িত তারা কোন দলের নয় তারা শুধুমাত্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, আমরা সংবাদকর্মীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। শুধুমাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত এই হত্যা কান্ডের বিচার সম্পন্ন করার জোড় দাবী জানান বক্তারা।