খাগড়াছড়ির দীঘিনালায় সেনা অভিযানে ভারতীয় সিগারেট আটক
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট আটক করেছে দীঘিনালা জোনের আওতাধীন বেতছড়ি সাব জোনের সেনারা। শুক্রবার (৮আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে সেনা ও থানা সুত্র জানিয়েছে।
এদিকে বেতছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুস এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য কার্টন সিগারেট, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব সিগারেট ভারত থেকে অবৈধভাবে এনে স্থানীয় বাজারে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল। জব্দকৃত সিগারেট পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চোরাকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।