কাপ্তাইয়ে পানি বন্ধি ৩৫ পরিবারকে শুকনো খাবার বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
গত কয়েকদিনে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কাপ্তাই ৪নং ইউনিয়ন এলাকার প্রায় ৩৫পরিবার। এদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হয়েছে। সপ্তাহ যাবত কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ার ফলে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ৬নং ওয়ার্ড এর আংশিক প্রায় ৩০/৩৫টি নিচু এলাকার বসতঘর পানিতে ডুবে গেছে।
কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার ফলে কাপ্তাই ৪নং ইউনিয়নের জাকির হোসেন স্ মিল এলাকা, কেপিএম সেগুনটিলা ও মোনাফের টিলার আংশিক কিছু অংশ পানির নিচে ডুবে গেছে। এদের তালিকা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী শনিবার (৯আগষ্ট)বিকালে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা প্রশাসনের অফিস সুপার মোঃ আলাউদ্দিন, দূর্যোগ ও ত্রাণমন্ত্রণালয় কাপ্তাই শাখার প্রতিনিধি ফিরোজ আলম, কাপ্তাই ইউনিয়ন মেম্বার সেলিনা পারভীন, আবুল হাশেম উপস্থিত ছিলেন। পানিবন্দী হাবিব, হাফেজ ও বাবুল জানান গত একসপ্তাহ যাবত লেকের পানি বৃদ্ধি পাওয়ার ফলে বসতঘর পানির নিচে তলিয়ে যাওয়ায় পরিবার, পরিজন নিয়ে কষ্ট পাচ্ছে বলে জানান।