রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছে
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ (আগষ্ট) বিকাল শাড়ে ৪টায় কাপ্তাই উপজেলা চত্বরে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার আমির হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার নায়েবে আমীর মাওলানা লোকমান হোসেন। সমাবেশে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের চন্দ্রঘোনা শাখার সভাপতি শাহাদাত হোসেন।
প্রধান অতিথি হারুনুর রশীদ বলেন, জুলুম বৈষম্যের বিরুদ্ধে সচেতন ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়েছে। ১৬০০ র অধিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত এই স্বাধীন দেশে আর কোনো জুলুম, নব্য ফ্যাসিবাদ, দুর্নীতি ও টেন্ডারবাজী সাধারণ জনগণ মেনে নেবে না। রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছে।
নায়েবে আমীর লোকমান হোসেন বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, চন্দ্রঘোনা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, কাপ্তাই জামায়াতের এএইচএম নিজাম হোসেন, মইন উদ্দিন, সফিকুল আলম, আমীর হোসাইন, চন্দ্রঘোনা জামায়াতের আবু তাহের, শ্রমিক কল্যাণ সভাপতি সোলায়মান, কাপ্তাই ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ মোঃ তানভির প্রমূখ।