[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছেঅবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিগণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রামগড়ে বিএনপি’র বিজয় র‍্যালিগণঅভ্যুত্থানের পূর্তিতে রাজস্থলীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিতগণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গায় বিএনপির বিজয় র‌্যালিখাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালিখাগড়াছড়িতে ‘জুলাই শহিদ’ মজিদ এর কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধাআর কোনো স্বৈরশাসক জাতির ওপর যেন চেপে বসতে না পারেরাঙ্গামাটির কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনরাঙ্গামাটির বাঘাইছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গায় বিএনপির বিজয় র‌্যালি

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় র‌্যালিটি শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সভাপতিত্বে র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম মজুমদার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অনন্য মাইলফলক। সেই চেতনাকে ধারণ করেই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু করেছিলাম। কিন্তু আজ সেই চেতনা কিছুটা ক্ষীণ হয়ে এসেছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে, দেশকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। তা না হলে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মূল চেতনা বিলীন হয়ে যাবে।

বর্ণাঢ্য বিজয় র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোঃ সাদ্দাম হোসেন। এছাড়াও র‌্যালিতে অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ গিয়াসউদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুর রহমান পাটোয়ারী সজল, সদস্য সচিব নাজির রহমান মঞ্জু, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি ও সদস্য সচিব আব্দুর রহমান রানা। মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকেন। বিজয় র‌্যালি শুরুর আগেই দলীয় কার্যালয় ছিল নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়। মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে অংশ নেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।