[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
টানা বর্ষণের কারণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ৫৫ আশ্রয়কেন্দ্রসকল বাধা অতিক্রম করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে: ওয়াদুদ ভুঁইয়াখাগড়াছড়ির দীঘিনালায় বৃদ্ধ নিখোঁজ, উদ্ধারের অভিযান চলছেদীঘিনালায় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ইউএনও এর মতবিনিময়বান্দরবানের থানচিতে খুমী সম্প্রদায়ের শিশুদের শিক্ষার আলোর স্বপ্নদ্রষ্টা ‘জোনাথান’রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছেঅবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিগণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রামগড়ে বিএনপি’র বিজয় র‍্যালিগণঅভ্যুত্থানের পূর্তিতে রাজস্থলীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিতগণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গায় বিএনপির বিজয় র‌্যালি
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির দীঘিনালায় বৃদ্ধ নিখোঁজ, উদ্ধারের অভিযান চলছে

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা মাইনী নদীতে পতিত শাখা কবাখালী ছড়ায় পড়ে শুক্রচার্য চাকমা (৯২) নামে এক বৃদ্ধা নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা ধারণা করছেন ছড়ায় পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তি উপজেলার কবাখালী ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের নালকাটা জাম্বুরা পাড়ার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য অমিয় বিকাশ চাকমা বলেন, গত ৪ আগস্ট (সোমবার) বিকেলে শুক্রচার্য চাকমা ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিন সকালে বাড়ির পাশে কবাখালী ছড়ার ধারে তার পরিহিত গামছা পাওয়া যায়। তবে তিনি কি পানিতে ভেসে গিয়েছেন এমন প্রশ্নকে ঘিরে সেখানে ডুবুরি দিয়ে তল্লাসীও চালানো হচ্ছে। পরিবার ও এলাকাবাসী স্থানীয়ভাবে খোঁজাখুঁজি চালানোর পর বিষয়টি ইউনিয়ন পরিষদ ও প্রশাসনকে জানান।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, বৃদ্ধা নিখোঁজ হওয়ার পর আমরা স্থানীয়দের নিয়ে ছড়ায় তল্লাশি শুরু করি। পরে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর আমাদেরকে বিষয়টি জানানো হয়। এরপর আমরা ছড়ায় উদ্ধার তৎপরতা শুরু করেছি। তবে ডুবুরি না থাকায় কাজটি সীমিত পরিসরে করতে হচ্ছে। তিনি আরও জানান, আমাদের টিম ছড়ার পানিতে তল্লাশি চালাচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

এদিকে, নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পুলিশের একটি দলও মাঠে রয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। তিনি বলেন, বিষয়টি আমরা শুনেছি। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশের একটি দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিখোঁজ ব্যক্তির খোঁজে কাজ করছে।