[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছেঅবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিগণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রামগড়ে বিএনপি’র বিজয় র‍্যালিগণঅভ্যুত্থানের পূর্তিতে রাজস্থলীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিতগণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গায় বিএনপির বিজয় র‌্যালিখাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালিখাগড়াছড়িতে ‘জুলাই শহিদ’ মজিদ এর কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধাআর কোনো স্বৈরশাসক জাতির ওপর যেন চেপে বসতে না পারেরাঙ্গামাটির কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনরাঙ্গামাটির বাঘাইছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রথম দিনেই আড়াই কোটি টাকার মাছ আহরণ

॥ মোহাম্মদ আলী ॥
দেশের সু-সাধু পানির বিশাল মৎস্যভাণ্ডার কাপ্তাই লেক থেকে মাছ আহরণ শুরু হয়েছে। রবিবার প্রথমদিন লেক থেকে প্রায় ৭০টন মাছ আহরণ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

রাঙ্গামাটির কাপ্তাই লেকে মাছ শিকার শুরু হওয়ায় ২৭ হাজার জেলের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে। তারা জাল নৌকা নিয়ে নতুন উদ্যোগে লেক থেকে মাছ শিকারে নেমে পড়ে। লেকে প্রাকৃতিক ভাবে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে টানা ৯৪ দিন সকল ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। শনিবার মধ্য রাত থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ফের মাছ শিকার শুরু হয়েছে।

এদিকে কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছসহ সকল ধরণের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত, হ্রদে অবমুক্ত করা পোনার সুষম বৃদ্ধির জন্য প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস দেশের সুসাধু পানির বৃহৎ জলাশয় কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন। ওই সময় পার হয়ে যাওয়ায় রাঙ্গামাটির জেলাপ্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুসারে ৩ আগস্ট থেকে এই নিষিধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

রাঙ্গামাটির আট উপজেলা ও খাগড়াছড়ির দুই উপজেলা নিয়ে ৭২৫ বর্গ মিটারের এই হ্রদ। এই বছর লেকে ৬০ মেট্রিক টন পোনা মাছ ছাড়া হয়েছে। প্রতি বছর এই হ্রদ থেকে প্রায় ২০ হাজার মেট্রিক টন মাছ আহরণ করে থাকে। যার বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকা।

অপর দিকে বিএফডিসি ব্যবস্থাপক কমাণ্ডার মোঃ ফয়েজ আল করিম জানান, গত বছর লেকে থেকে ১৫ কোটি ৫৬ লাখ টাকা রাজস্ব আদায় করেছে এই বছর রাজস্ব বাড়বে বলে তিনি জানান। ব্যবসায়ী মাহফুজ আলম জানান এই নিষিধাজ্ঞা আরো ১৫ থেকে ১মাস থাকা প্রয়োজন ছিল। এবার মাছ বড় হওয়ার সময় পায়ানি। এখানে মৎস্য ঘবেষণাগার খাকলেও তারা মাছের অবস্থা সম্পর্কে কিছু জানায়নি। ফলে এবার পোনা মাছ ধরা পড়ছে বেশী। যা কারো কাম্য ছিলনা বলে এলাকাবাসীরা জানান।