বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে কিশোরীর পা বিচ্ছিন্ন
॥ বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার বাঁশ বাগানে অঙ্কুরিত বাঁশ তুলতে গিয়ে স্থাল মাইন বিস্ফোরণে স্থানীয় কিশোরীর এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৪আগষ্ট) সকালে সীমান্তের ঘুমধুম এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়রা জানান, মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক কিশোরীর পা বিচ্ছিন্ন হয়েছে। সীমান্ত ঘেষা ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় মাইন বিষ্ফোরণে শিকার হন ওই কিশোরী। সোমবার সকালে ঘুমধুম নিকুছড়ি সীমান্তে মিয়ানমারে অনুপ্রবেশ এলাকার বাঁশ বাগানে বাঁশ কোড়ল তুলতে গেলে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ কিশোরী নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের সুমন কারবারির মেয়ে বলে জানায়। বিস্ফোরণে কিশোরীর বাম পা শরীর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আহত কিশোরীকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার।
সীমান্ত এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, সকালেনিকুছড়ি সীমান্ত দিয়ে ওপারে বাঁশ কোড়ল খুঁজতে গিয়েছিল ঐ কিশোরী। পার হওয়ার সময় আরাকান আর্মি’র পূঁতে রাখা স্থল মাইন এ বাম পা পড়লে মুহুর্তে বিস্ফোরিত হয় এবং তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইন বিষ্ফোরণে এক নারী আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।