কাপ্তাই কাদেরী বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধী চারা বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জলবায়ু সচেতনতার কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (৩আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ২৩০জন শিক্ষার্থীর মাঝে ৯২০টি ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক ফয়সাল আমিন কাদেরী, কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার বাপ্পা মল্লিক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বর্ণ বিকাশ তনচংগ্যা। এসময় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় চারাগুলো বিতরণ করার পরে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা।