রাজস্থলীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সর্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সর্তক অবস্থানে রয়েছে। কারো দ্বারা কোন ধরনের অন্যায় হলে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (৩১জুলাই) মাসিক আইন শৃঙ্খলা সভা রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এসব কথা বলেন।
নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র অনুষ্ঠিত এ সভায় পুলিশ ৫ আগস্টকে সামনে রেখে সকলকে সর্তক থাকার অনুরোধ করেছে। এই দিনে যেন কেউ অঘটন না ঘটাতে পারে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার তাগিদ দিয়ে সভায় বক্তব্যে রাখেন রাজস্থলী থানার ওসি এর প্রতিনিধি হাফিজ। তিনি আরো বলেন, রাজস্থলী উপজেলা একটি শান্ত উপজেলা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সর্তক অবস্থানে আছে।
সভার শুরুতেই, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থাপন করেন মাদক, চুরি ও বাল্য বিবাহ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়। বাল্য বিবাহ মাদক ও পাহাড় কাটা, বালু উত্তোলন এবং আইন শৃঙ্খলা সম্পর্কে বিষয়টি সভায় তুলে ধরেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাত খান, কৃষি কর্মকর্তা শাহরিয়ার বিশ্বাস, জামায়াতে ইসলামীর মৌলনা ফরিদ আহম্মদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে সহ এসময় রাজস্থলী উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।