ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার (৪১জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু বলেন, বিগত ১৬ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আইনজীবী, ছাত্র ও সাধারণ জনতার উপর দমন-পীড়ন চালিয়েছে। ২০২৪ সালের ৩১ জুলাই সেই হত্যা, গুম, মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে, যাতে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে না পারে। ন্যায়বিচার ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না।”
অ্যাডভোকেট রিপল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর, জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম প্রমুখ।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মী অংশ নেয়।