রাঙ্গামাটিতে এপিবিএন এর প্রথম ক্যাম্প উদ্বোধন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রামের আইনসৃংখলা পরিস্থিতর নিয়ন্ত্রন এবং সাধারণ মানুষের নিরাপত্তায় বিগত সরকারের সময়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কার্যক্রমের অনুমোদনের পর পার্বত্য চট্টগ্রামে ২০২৪ সাল থেকে আনুষ্টানিকভাবে কার্যক্রম শুরু করা হয়। তারই অংশ হিসেবে শনিবার (১৯জুলাই) শহরের আসামবস্তীস্থ ১৮ এপিবিএন এর পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
১৮এপিবিএন এর অধিনায়ক ও পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল এ ক্যাম্প এর উদ্বোধন করেন। এসময় মহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পুরিদর্শক নারিস উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর, ক্যাম্প এর ইনচার্জ এসআই মোঃ নুরুল্লাহ সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অধিনায়ক ও পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, পার্বত্য চট্টগ্রামেল শান্তিপূন পরিবেশকে নষ্ট করতে কিছু বিচ্ছিন্নতাবদী নাানভাবে সমস্যা সৃষ্টি করেে চলেছে। সরকার জনগনের নিরাপত্থা ও শান্তির জন্য ২০২৩ সালে এ বাহিনীর অ প্রশাসনিক অনুমোদন দেওয়া হলে ২০২৪ সাল থেকে পার্বত্য চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়। এই ক্যাম্পও তার দারাবাহিক একটি অংশ। যেখানে জনগনের নিরাপত্তার সমস্যা হবে আমরা সেখানেই নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো। আমরা দৃঢ়ভাবে বিশ।বাস করি এই ক্যাম্প প্রতিষ্ঠার মধ্যদিয়ে এখানকার মানুষের নিরাপত্তায় কাজ করবে এবং তাদেও সাথে দুরুত্বও গুছিয়ে আসবে। এছাড়াও মানুষের সাথে এ বাহিনীর একটি সম্পর্ক ও আস্থা তৈরী হবে।
এর আগে ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল সেখানে পৌঁছলে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। ক্যাম্প উদ্বোধনের স্থানীয় গনমাধ্যমকমীরাও উপস্থিত ছিলেন।