॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি সদর ভাইবোনছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ দ্রুত বিচারের দাবিতে লাঠি ও ঝাড়ু মিছিল করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় হিল উইমেন্স ফেডারেশন ও পাবর্ত্য চট্টগ্রাম নারী সংঘ এ বিক্ষোভ মিছিল করে।
উভয় সংগঠনের দীঘিনালা উপজেলা শাখা ব্যানারে সকালে উপজেলার বাবুছড়া কলেজ সংলগ্ন রাস্তায় মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বাবুছড়া নোয়াপাড়া চৌমুহনী মোড়ে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। হিল উইমেন্স ফেডারেশনের সহ সভাপতি মিনু চাকমা সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা সভাপতি মিজ মিতালী চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়নের সদস্যা প্রতিভা চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেনাকী চাকমা প্রমূখ।
সমাবেশ বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে পাহাড়ের শিশু থেকে বৃদ্ধ নারীদের নিরাপত্তা নেই। অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে। দেশের পাহাড়িদের অধিকার বিন্দু মাত্র নেই। পাহাড়ের নারী ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে তা পাহাড়ের দিন দিন পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। এই সরকারের পক্ষ থেকে কোন সুবিচার পাওয়া লক্ষন নেই। ধর্ষককারীদের বিচার না হওয়ার কারণেই এমন ঘটনা ঘটাতে সাহস পায়। ধর্ষণকারীদের শাস্তি সর্বোচ্চে মৃত্যুদন্ড কার্যকর বিধান রাখার আহ্বান জানান। খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ ঘটনায় ধর্ষকদের ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ দ্রুত সাজা কার্যকর করার দাবী জানান।