কাপ্তাই হ্রদের পানি ১০৮ ফুট অতিক্রম করলে জলকপাট খুলে দেয়া হবে
॥ কাপ্তাই উপজেরা প্রতিনিধি ॥
দেশের বৃহৎ হ্রদ কাপ্তাই। জল বিদ্যুৎ উৎপাদনকে কেন্দ্র করে বাঁধ দেওয়ার ফলে এ বৃহৎ হ্রদ সৃাষ্ট হয়। এ হ্রদকে ঘিরে যেমন মৎস্য ভান্ডারের সৃষ্টি হয় তেমনি এ নিয়ে ব্যবসার একটি বড় জায়গারও সৃষ্টি হয়। তাই এ হ্রদে পানি ধরে রাখারও একটি নির্দিষ্ট সীমা রয়েছে। শুস্ক মৌসুমে বিদ্যুতের জন্য নর্দিষ্ট পানি যেমন ধরে রাখতে হয় তেমনি বর্ষা মৌসুমে অতিরিক্ত হয়ে গলে তা ছেড়েও দিতে হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোড কাপ্তাই প্রশাসন সুত্র জানায়, দেশের বৃহৎ হ্রদ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। গত সপ্তাহ যাবত টানা বৃষ্টিতে হ্রদের পানি কানায় এখন কানায় ভরে গেছে। তথ্য অনুযায়ী জানায় বর্তমানে পানির উচ্চতা ১০৪ ফুট মীনস সি লেভেল অতিক্রম করেছে। হ্রদের ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল তবে ১০৮ফুট অতিক্রিম করলে পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে নিম্নাঞ্চল এলাকায় পানি বেড়ে সাময়িক সমস্যাও দেখা দিতেপারে। এ ক্ষেত্রে জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, রবিবার (২৭ জুলাই) সকাল ৯ টায় পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৪.১৩ ফুট মীনস সি লেভেলে এসে দাঁড়িয়েছে। এর আগে গত শনিবার কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৩.৮১ ফুট মীনস সি লেভেল। তিনি আরোও জানান, গত ২২ জুলাই প্রথমবারের মতো কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০০ ফুট মীনস সি লেভেল অতিক্রম করেছে। যে হারে বৃষ্টি হচ্ছে মুহূর্তে মুহূর্তে লেকের পানি বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল তাই এর তিক্রম করা যাবে না।
এদিকে পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট হতে বর্তমানে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যা জাতীয় গ্রিডের সঞ্চালনের সাথে যোগ হচ্ছে। পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২৩০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম বলে তিনি জানান।