[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির দীঘিনালায় কফি ও কাজুবাদামের চারা বিতরণ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
কৃষিই সমৃদ্ধি ধারন করনে খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৫-২৬ অর্থ বছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৬জুলাই) সকাল ১১টায় দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এসব চারা বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৭জন কৃষককে ৫হাজার ৬শত ৮০টি কফি চারা ও ৭জন কৃষককে ১হাজারর ৯শত ৮০টি কাজুবাদাম চারা ও সার বিতরন করেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা কৃষি উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা পরেশ চাকমা, কৃষি উপসহাকারি অফিসার সুপন চাকমা সহ উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ।

বিতরন কালে কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, বিগত কয়েক দশ ধরে সরকার চাচ্ছে পাহাড়ে উচ্চ মূল্যের ফসল সম্প্রসারন করতে এর ধারাবাহিগতায় কফি ও কাজুবাদম চাষ করলে বাজারজাত করতে কৃষকের কোন টেংশন করতে হবে না, ইতিমধ্যে বান্দারবান বালাঘাটে ১৭টি কাজুবাদাম ও কফি সংরক্ষনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আধুনিক ভাবে কফি ও কাজুবাদাম চাষে বিভিন্ন কৃষক প্রশিক্ষণ ও হাতে কলমেও প্রশিক্ষণ মাধ্যমে চাষ সর্ম্পকে ধারন দেয়া হয়েছে। পাহাড়ে এই উচ্চ মূল্যের কফি ও কাজুবাদাম চাষ করে কৃষকরা স্বাবলম্বাী হতে পারবে এবং উদ্যোক্তাও হতে পারবে।